Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার টার্গেট নেক্সট সেমিস্টার!

প্রকাশিত: ৬ মার্চ ২০১৭, ০৮:২২

আলীনূর রহমান : সামনে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কিছুই পড়া হয়নি। অলসতা করে। আজ নয় কাল এভাবে সময় চলে গেছে। তাই নেক্সট সেমিস্টারই টার্গেট।

বন্ধু বলেছিল, নেক্সট সেমিস্টারে পরীক্ষায় ফাটিয়ে দেব রে মাম্মা...! কিন্তু, নেক্সট সেমিস্টারে পরীক্ষায় কীভাবে বন্ধু ফাটালো চলুন দেখা যাক:

১ম মাস : ক্লাস ভালভাবে শুরুই হয়নি, ক্লাসে গিয়ে মাছি মারব নাকি?
তোরা যা, আমার ঘুম পাচ্ছে...★★

২য় মাস : কোর্সগুলো বেশ সহজ আছে, অল্প পড়লেই শেষ হয়ে যাবে দেখছি। এখনই পড়া শুরু করলে ভুলে যেতে পারি। নেক্সট মাসে শুরু করব।

৩য় মাস : ক্লাসগুলো এত্ত বোরিং কেরে...
আর ভাল লাগে না। লাইফতো একটাই, এত্ত প্যারা নেয়ার টাইম নেই। ক্লাস করব না। আর এক্সামেরও ঢের বাকি...

৪র্থ মাস : আজ থেকে পড়া শুরু। কিন্তু, সবকিছু এত্ত সহজ! এখনই পড়ার দরকার দেখছি না।

৫ম মাস : নাহ! যতটা সহজ ভাবছিলাম, অত সহজ তো না! পড়তে হবে প্রচুর। সারাদিন ক্লাস করে আজ আমি টায়ার্ড, কাল পড়ুমনে।

৬ষ্ঠ মাস : হায় হায়! দুদিন পর পরীক্ষা! "
কিছুই তো পড়া হয়নাই...!

মামু... এইবারও মরছি।
যাই হোক নেক্সট সেমিস্টারে ফাটিয়ে দেব...


আলীনূর রহমান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


ঢাকা, ০৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ