Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবলিকিয়ানদের অর্থচক্র, মাসের শুরু থেকে শেষ

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০১৮, ১৯:৪৩

ওসমান সায়েল : পাবলিক বিশ্ববিদ্যালয় লাইফ যেন এক বিচিত্র অভিজ্ঞতা। মাসের শুরুটা এক শেষটা আরেক। শুরুতে পকেট গরম থাকলেও শেষবেলায় পকেট শুকিয়ে আসে। মাস শেষে আবারও পকেট গরম... এরই মাঝে বেঁচে থাকে স্বপ্ন, জীবন এগিয়ে চলে। চলুন দেখে নেয়া যাক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থচক্র:

মাসের ১_১৪তারিখ :

> দোস্ত অমুকের বার্থ ডে, রেডি থাকিস;

> বিকেলে কিছু খাইনি, চল গ্রিল পরটা খেয়ে আসি;

> মেস, হলের এই খাবারগুলো মানুষ খায়? ভালো লাগতেসেনা, চল বিরিয়ানি মেরে আসি

> চল, বর্ণালি/বাজারে চা খেয়ে আসি (২০টাকার চা এর জন্য ১০/২০ টাকা অটো ভাড়া)...

মাসের ১৫-২৪তারিখ :

> দোস্ত অমুকের বার্থডে, আমার টা দিয়ে দিস, আমি পরে দিয়ে দিব;

> এখন খাবি?
নাহ ভাজা পোড়া খেলাম একটু আগে,পরে খাবো। মেসে, টাকা দিয়ে দিসি মিলের;

> কই যাবি?
চল চা খেয়ে আসি নিচ থেকে;

মাসের ২৫-৩০তারিখ :

> দোস্ত অমুকের বার্থডের ব্যাপারে কী করবি?
জানিনা, আমি ব্ল্যাঙ্ক, এই তারিখে কেউ জন্মায়?
হেতে পটল তুলে না কেন :

> কই তুই?
ঘুম...
খাবি না নাস্তা?
ডোন্ট ডিস্টার্ব, ঘুমে বিজি আছি পকেটে হাত দিলে ফাঁকা ফাঁকা লাগে

> কিছু খাওয়া?
২৭টাকা আছে, ৩টাকা নিলে নিতে পারস অন্যগুলো দিয়ে হল এ খেতে হবে।

> দোস্ত কই? আমারে কল দিস একসাথে হলে খাইতে যাবো,
তাড়াতাড়ি বের হবি, নাস্তা করি নাই, সেই ক্ষুধা লাগসে...

ওসমান সায়েল
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ