Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অবশেষে কোটা নিয়ে মন্তব্য সোলাইমান সুখনের (ভিডিও)

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৮, ০৮:২৯

লাইভ প্রতিবেদক : অবশেষে কোটা নিয়ে মন্তব্য করেছেন মোটিভেশনাল স্পিকার ও জনপ্রিয় ইউটিবার সোলাইমান সুখন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সোলাইমান সুখনকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মুখে অবশেষে তিনি এনিয়ে কথা বলেছেন। কোটা নিয়ে তিনি অনেকটা টেকনিক্যালি কথা বলেছেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা হয়েছে। এনিয়ে কোন কথাই বলবো না। মুক্তিযোদ্ধারা একলাখ হোক দুইলাখ হোক তারা একাত্তর সালে অস্ত্র তুলে নিয়েছেন। তার মানে এইদেশ তাদের কাছে ঋণী। তাই তাদের জন্য কোটা যতটুকু রাখা উচিৎ তা সরকারের বিষয়। যদি বাড়াতেও হয় ডেফিনিটলি...

তিনি বলেন, আমার কাছে ৫৬ পার্সেন্ট কোটা অনেক বেশি মনে হয়। সামগ্রিক সংখ্যায় দেখলে ওই কোটা অনেক বেশি মনে হয়। এটা মঙ্গল বয়ে আনতে পারে না। তাই ওই কোটা কতটুকু কমিয়ে আনা উচিৎ সেটা স্ট্র্যাটেজির বিষয়।

আমি এক্সপার্ট না আমি সরকারি চাকরি করি না। আমি প্রাইভেট সেক্টর নিয়েই আছি। তাই কোটা নিয়ে আমার তেমন কোন ধারণা নেই। কিভাবে বিসিএস দিতে হয় আমি জানি না জানতে চাইওনি। কারণ আমার অবজেকটিভ লাইফ ডিফারেন্ট ছিল। তবে অনেকেই স্ট্রাগল করে দেখছে যে, কোটার কারণে সে সরকারি চাকরি পাবে না। তাই তার খারাপ লাগে। সে রাস্তায় নেমে গেছে। ছাত্রদের এধরণের আন্দোলনে অনেক নেগেটিভ ইফেক্ট পড়ে। তাই সরকারের উচিৎ বুঝেশুনে কথা বলা। কারণ ছাত্ররা অন্যরকম। স্বতস্ফূর্ত আন্দোলন মন থেকে আসে। ...

এদিকে পুলিশ কি করেছে লাঠিচার্জ করেছে। কেন করেছে কারণ হি হ্যাজ টু মেইনটেইন সিভিল রাইটস...

তিনি আরো বলেন নিজের স্বার্থে আঘাত না লাগলে মানুষ কখনও রাস্তায় নেমে আসে না। যখন ধর্ষণ হচ্ছে বা দুর্নীতি হচ্ছে তখন কিন্তু ছাত্ররা ঝাপিয়ে পড়ছে না...

তিনি বলেন আমি সরকারের পক্ষেও না, শিক্ষার্থীদের পক্ষেও না। আবার সরকারের বিরুদ্ধেও না শিক্ষার্থীদের বিরুদ্ধেও না...

তিনি বলেন, ফাইনালি যারা আন্দোলন করছেন তারা শালীনতা বজায় রাখুন। মেধার জয় হয়, সরকারি চাকরি একমাত্র পথ নয়। কোটা আরো নামিয়ে আনতে হবে। আইনশৃংখা বাহিনীতকে বলছি সুন্দরভাবে জিনিসটা কনট্রোল করবেন...

ভিডিও :

ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ