Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাংবাদিকের সঙ্গে একজন হাতুড়িবাহকের ‘রম্যকথন’!

প্রকাশিত: ৬ জুলাই ২০১৮, ২২:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতা তরিকুল ইসলাম তারিকের ওপর হামলার সময় হাতুড়িপেটা করেন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন। এনিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। মামুনকে নিয়ে একটি রম্য সাক্ষাৎকার তৈরি করেছেন রাজীব নন্দী। চলুন শুনি কেন তিনি এমন হামলা করেছেন!!!

সাংবাদিক : এতো সুন্দর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে যে পায়ের হাড় ভাঙলেন, এটা কীভাবে রপ্ত করলেন?

আব্দুল্লাহ আল মামুন : এটা একদিনে সম্ভব হয় নি। এজন্য প্রচুর প্রাকটিস করে ঘাম ঝড়াতে হয়েছে। দুপুরে রৌদ্রে বসে বসে ইট ভাঙতাম আগে। সেখান থেকেই এই অভিজ্ঞতা আমার। আসলে ইচ্ছে এবং পরিশ্রম থাকলে সবই সম্ভব।

সাংবাদিক : তো রামদা, চায়নিজ কুড়াল, পিস্তল ইত্যাদি থাকতে মারার জন্য হাতুড়ি কেন বেছে নিলেন?

আব্দুল্লাহ আল মামুন : ইয়ো নো, আই অ্যাম ফিউচার লিডার। ভবিষ্যতে হাতুড়ি মার্কায় নির্বাচন করবো এই পরিকল্পনা থেকেই হাতুড়ি বেছে নিলাম। টেকনিক্যালি প্রচারণাও বলতে পারেন।

সাংবাদিক : হাতুড়ির সাথেতো বাটালিও থাকে সেটা কই?

আব্দুল্লাহ আল মামুন : হাতুড়ি দিয়েই কাজ হয়ে গেছে তাই আর বাটালিখানা বের করিনি।

সাংবাদিক : বাহ্, মাঝে মাঝেতো মিস্ত্রীর কাজও করতে পারেন তাহলে।

আব্দুল্লাহ আল মামুন : এটা ভালো বলেছেন। ভবিষ্যতে ভেবে দেখবো।

সাংবাদিক : ছাত্রত্ব শেষেতো ছাত্রলীগে পোস্ট থাকবে না তখন কী পরিকল্পনা?

আব্দুল্লাহ আল মামুন : হাতুড়ির কাজ যেহেতু জানি এরপর শ্রমীকলীগে যোগদান করবো।

সাংবাদিক : ওকে যে এভাবে মারলেন, আপনার মনে হয় না এটা অন্যায় করেছেন?

আব্দুল্লাহ আল মামুন : হা হা হা.. কী যে বলেন। King can do no wrong, you know.

সাংবাদিক : বাহ্, দারুণ বলেছেন। তামিল মুভি দেখেন নিশ্চয়ই?

আব্দুল্লাহ আল মামুন : তামিল না দেখলে এমন একশন রোল প্লে করা কি সহজ হতো বলেন!

সাংবাদিক : তরিকুল অনেক কান্না করেছে, আর্তনাদ করেছে তবুও আপনার খারাপ লাগেনি?

আব্দুল্লাহ আল মামুন : হা হা.. আমি তো জানি আমি তাকে রসগোল্লা খাওয়াচ্ছি না, হাতুড়ি বাটাম দিচ্ছি। খারাপ লাগবে কেন! দেখুন শুকর যদি কচু গাছের জীবন নিয়ে চিন্তা করে তাহলে তাকে কচু খাওয়াই ছেড়ে দিতে হবে।

সাংবাদিক : ঠিক আছে, ভালো থাকবেন। এরপর বাটালি এপিসোড নিয়ে পরে কথা হবে।

আব্দুল্লাহ আল মামুন : ধন্যবাদ, আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।

লেখক: রাজীব নন্দী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 

ঢাকা, ০৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ