Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

একটি স্বপ্নের অপমৃত্যু : এভাবে চলে যেতে নেই

প্রকাশিত: ১২ মে ২০১৮, ০৩:৫৪

মন্তব্য প্রতিবেদন: খবরটা শুনে খারাপ লেগেছে। আজ এমনিতেই মন খারাপের দিন। উদাস হওয়ার দিন। এই দিনে এমন একটি সংবাদ মনটাকে আরো খারাপ করে দিয়েছে।ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রী কোন এক অজানা কারণে না ফেরার দেশে চলে গেছেন। এই চলে যাওয়াটা নিজের ইচ্ছাতেই।

পুলিশের ভাষ্যমতে আশারা ফারজানা বিথী নামে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। আর কদিন বাদেই তার পড়াশোনা শেষ হতো। পরীক্ষাও দিয়ে দিয়েছেন। ফলাফল হয়তো আর এক সপ্তাহ পরেই হতো। এর আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ওপারে। স্বপ্ন পূরণের আগেই তার এভাবে চলে যাওয়া মেনে নেয়া যায় না। মেনে নেয়া যায় না তার এমন পরাজয়।

যেই মেয়েটির আর কদিন বাদেই মানবতার সেবায় নিয়োজিত থাকার কথা ছিল সে চলে গেছে পরপারে। আজানা দু:খ তার হৃদয়কে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। হয়তো পৃথিবীর মায়া তার কাছে নস্যি হয়ে উঠেছিল। সহপাঠীদের অল্প সহানুভূতি, একটু সঙ্গ দেয়া, পরিবারের সদস্যদের কাউন্সিলিং আর ভালো আচরণই হয়তো এই মেয়েটির জীবন রক্ষা করতে পারতো।

সমাজের এমন আরো অনেক নি:স্বঙ্গ মানুষ আছে যারা হয়তো পর্যাপ্ত কাউন্সিলিংয়ের অভাবে অকালে ঝরে যায়। আমরা এমনটি আর দেখতে চাই না। আমরা আর কাউকে এভাবে চলে যেতে দেব না। আপনার পাশের বন্ধুটির খবর নিন। চুপ হয়ে থাকা বান্ধবীটিকে জীবন উপভোগ করার সুযোগ করে দিন। স্বপ্ন দেখান জাগিয়ে তুলুন। আপনি ভালো থাকুন তাদেরও ভালো রাখুন।

 


ঢাকা, ১১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ