Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অহংকার বনাম বিপন্ন ক্যারিয়ার

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৮, ২০:০৯

আরাফাত আবদুল্লাহ : হলে সিট দখলকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাসেরই এক ছেলে মাস্টার্স পড়ুয়া এক সিনিয়রকে থাপ্পড় মেরেছিল। যে ছেলেটা থাপ্পড় মেরেছিল তাকে কিন্তু ক্যাম্পাসে সবাই চোর হিসাবে জানে।

আজকে মোবাইল চুরি করে, কাল ল্যাপটপে হাত দেয়।
আজকে গাজা খাবে, তো কাল খাবে নতুন কোন আইটেম।

একটা ছাত্র সংগঠনের নিয়মিত সদস্য সে !! তো... যে ভাইকে সে হল থেকে থাপ্পড় দিয়ে বের করে দিয়েছিল এখন তিনি হচ্ছে বিসিএস ক্যাডার।

একটা ছেলেকে তার সাবজেক্ট নিয়ে খুব বড়াই করতে শুনতাম। তার সাবজেক্ট নাকি ভার্সিটির মধ্যে সেরা। বাকিগুলারে সে গোনায় ধরে না। এমনকি বাংলা কিংবা ইংরেজির কোন শিক্ষার্থী দেখলে সে ইনিয়ে বিনিয়ে প্রমাণ করতে চায়, আসল সাবজেক্ট হইলো তার সাবজেক্ট। অন্যগুলা কোন বিষয় না।

সেই ছেলে এখনো পাশ করে বের হতে পারে নাই। যাদের সাথে বড়াই করতো তারা পাশ করে বের হয়ে গেছে। খবর নেই শুধু তার। ড্রপ খেয়ে বসে আছে।

কোন এক মেয়ে খুব অহংকার করে এক ছেলেকে রিজেক্ট করেছিল, এই বলে, কোন গাইয়া খ্যাঁতের সাথে সে রিলেশনে যাবে না।

হুম... সেই মেয়ে এখন একটা স্মার্ট ছেলের সাথেই রিলেশনে আছে। সেই স্মার্ট ছেলে তাকে সব সময় মাইরের উপর রাখে। একটু এদিক সেদিক হলেই পাবলিক প্লেসে থাপ্পড় মারে।
কপাল এতোই ভালো... সেই স্মার্ট ছেলে তাকে ফেলে রেখে চলেও গেছে। এখন আর কোন গাইয়া টাইপ ছেলেও তার দিকে ফিরে তাকায় না।

জীবনটা এমনই।
সব কিছু ফিরে ফিরে আসে।
উপরে যে কয়টা স্টোরি লাইন দিলাম সেগুলোর প্রতিটা ঘটনা আপনার ক্যাম্পাসেই আছে। আপনার আশেপাশেই ঘটেছে।

উপরওয়ালা কখনো ভুল করেন না। যা করেছো পাই পাই করে তা ফেরত পাবা।
রাজনৈতিক ক্ষমতায় মানুষকে মানুষ মনে করো নাই। কথা দিলাম... সেই রাজনৈতিক ক্ষমতাই তোমার পতনের কারণ হবে।

সাবজেক্টের জোরে ধরাকে সড়া জ্ঞান করেছো। মনে রাখবা... সেই সাবজেক্ট তোমাকে ছাড়বে না। আজীবন ক্যাম্পাসেই ধরে রাখবে।

একটু সুন্দর ছিলে বলে কাউকে সম্মান করতে শিখো নাই। হুম... তোমার সেই চেহারাই তোমাকে নষ্ট করবে। করতে বাধ্য।

মানুষ তার প্রতিটা কাজের সাথে সাথে নিজের ফিউচার লিখে নেয়। আসলে ভবিষ্যৎ বিধাতা কখনো লিখে দেন না। তুমি তোমার কাজ দিয়ে ভবিষ্যৎ লিখে নিচ্ছো।

কাউকে আন্ডারএস্টিমেট করার আগে সাবধান।
সময় কাউকে ছাড়ে না। হিসাব সবাইকেই দিতে হয়। আজ না হয় কাল। পার্থক্য শুধু এইটুকু।

Arafat Abdullah (মধ্যরাতের অশ্বারোহী )
University Of Chittagong

ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ