Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভার্সিটি, র‍্যাংকিং, বিসিএস চাপাবাজি বনাম সফলতার গল্প

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০১৮, ২২:১৫

আরাফাত আবদুল্লাহ : গত বছর চবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা একটা ছেলের থেকে আমি শিখে নিয়েছিলাম কিভাবে স্বপ্ন দেখতে হয়!

SSC এবং HSC একটাতেও A + নেই।
SSC এর রেজাল্ট বোধহয় একটু বেশিই খারাপ। সেটা কাটিয়ে উঠার চেষ্টা করেছে উচ্চমাধ্যমিকে এসে। রেজাল্টটা তুলনামূলকভাবে ভালো। কিন্তু কম্পিটিশনের যুগে এই রেজাল্টের কোন ভ্যালুয়েশন নেই।

তথাপি ছেলেটার স্বপ্ন এখানে আইন বিষয়ে ভর্তি হওয়া। ভয়ঙ্কর কম্পিটিশন হয় এখানে। জানতে চেয়েছিলাম, এই জিপিএ নিয়ে কিভাবে আইন পড়ার স্বপ্ন দেখ?

ছেলেটার সোজা উত্তর, ভাইয়া... আমার কী আইন পড়ার অধিকার নেই? কথায় অসহায়ত্ব নয়, বরং কঠিন দৃঢ়তার ছাপ! অবাক হয়ে ভেবেছিলাম, এই না হলে ইস্পাত মানসিকতা!

ঢাবির বাংলা বিভাগের এক ছাত্র। কোন রকমে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের গন্ডি পেরিয়ে ওয়েটিং থেকে ঢাবির বাংলায় চান্স পায়। বিসিএসে ৪র্থ পজিশন নিয়ে ফরেনে জয়েন করার পর ছেলেটা বলেছিল, আমি পারলে আপনারা কেন পারবেন না ? lets do it...

নামমাত্র একটা ভার্সিটিতে পড়ে সে। কোনদিনই বন্ধুদের সাথে ভার্সিটি নিয়ে গর্ব করতে পারে না। বন্ধুরা যখন র‍্যাংকিং আর বিসিএসের সংখ্যাতাত্ত্বিক চাপাবাজিতে ব্যাস্ত, ছেলেটা তখন এইসকল চাপাবাজি শোনা ছাড়া আর কিছু বলতে পারতো না।

আমার ভার্সিটি সেরা,
আমি র‍্যাংকিং ওয়ান,
আমার এখানে ফর্ম বেশি তুলেছে,
আমি সরকারি জবে বেশি সিট পাইসি ব্লা ব্লা ব্লা...

এইসব গল্পের ভীড়ে ছেলে গিয়ে বাইরের স্কলারশিপ নিয়ে চলে গেল আমেরিকা। সেরা ভার্সিটি, র‍্যাংকিং করা ক্যাম্পাস, অথবা বিসিএসের চাপাবাজি কোনটারই বেইল থাকলো না।

নিজেকে জিজ্ঞেস করুন। আপনি কী অন্যের গল্প শুনবেন? নাকি নিজের গল্প লিখবেন। যারা অন্যের গল্প শোনে তারা নিজের গল্প লিখতে পারে না। যারা নিজের গল্প লিখে তারা অন্যের গল্প শোনার সময় পায় না। ট্রাস্ট মি... একসাথে দুইটা কাজ করতে পারবেন না।

হয় দর্শক সারিতে বসে তালি দেন। নতুবা মাঠে এসে খেলুন। তালি দিলে দর্শক হতে পারবেন। খেলতে থাকলে মেসি হতে পারবেন।

চিট করা গার্লফ্রেন্ডের কথা ভেবে হতাশ হতে পারবেন। ব্যাপারটাকে সহজভাবে নিলে এগোতে পারবেন।

জিপিএ কেন কম হলো এটা চিন্তা করলে জিপিএ কমতেই থাকবে। কাজ করতে থাকলে কম জিপিএ নিয়েই ভালো কিছু করা যাবে।

এক নম্বর ক্যাম্পাসে কেন ভর্তি হলাম না এটা নিয়ে চিন্তা করলে হতাশ হতে পারবেন। যেখানে আছেন সেখান থেকে কাজ করলে এক নাম্বার ক্যাম্পাসকেও ছাড়িয়ে যেতে পারবেন।

র‍্যাঙ্কিং নিয়ে ফেসবুকে ফাইট করতে পারবেন। পরিশ্রম দিয়ে র‍্যাংকিং এর মাথায় পা রাখতে পারবেন।

কয়টা বিসিএস হলো এটা নিয়ে চাপাবাজি করা যেতে পারে। মেধা খাটালে বিসিএসের টপ পজিশনটা পেতে পারেন।

আসুন স্বপ্ন দেখি, কাজ করি, নিজেদের গল্প লিখি...

জিপিএ কম হতে পারে। ক্যাম্পাসটা হয়তো খুব কম মানুষই চেনে। কিন্তু স্বপ্নটা এতোখানি বড় !! যা কিনা কোন কিছু দিয়েই আটকে রাখা যায় না।

lets do it

Arafat Abdullah (মধ্যরাতের অশ্বারোহী)
University Of Chittagong

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ