স্ত্রীসহ করোনায় আক্রান্ত এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
2020-10-26 17:36:47
লাইভ প্রতিবেদকঃ প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী।
রোববার দুপুরে তারা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন মাসুদের ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী।
সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। শরীরের উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার একটি হাসপাতালে তিনি ও তার স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রোববার পজেটিভ আসে।
ঢাকা, ২৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড