Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিক্ষকের গলায় জুতার মালা: তিন দিনের রিমান্ডে ৪ আসামি

প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ০৪:১৯

তিন দিনের রিমান্ডে ৪ আসামি

লাইভ প্রতিবেদক: নড়াইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সদর আমলি আদালতের বিচারক রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু বলেন, আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাহামুদুর রহমান। সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ আমাতুল মোর্শেদা শুনানি শেষে আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, রহমত উল্লাহ রনী গাজী, শাওন খান, মনিরুল ইসলাম ও সৈয়দ রিমন আলী।

অপরদিকে নড়াইলে পুলিশের সামনে কলেজ শিক্ষককে গলায় জুতার মালা পরানোর ঘটনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরকে সংযুক্ত করা হয়েছে। শনিবার রাতে তাকে সদর থানা থেকে খুলনা আরআরএফ এ সংযুক্ত করা হয়। পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য জানিয়েছেন।

নড়াইলে কলেজ শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় সদর উপজেলার মির্জাপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোরসালিন বাদী হয়ে গত ২৭ জুন ১৭০ থেকে ১৮০ জন আজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা, ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ