Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ৮ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: ৯ জুন ২০২২, ০১:৪৬

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম লাইভ: সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। এই মামলায় আসামি করা হয়েছে আটজনকে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে এই মামলাটি করেন।

এর আগে গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সোয়া ৯টার দিকে একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত। এর দেড় ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য নয়জন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইতিমধ্যে এই মামলার তদন্ত কাজ শুরু হয়েছে।

ঢাকা, ০৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ