Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রেসিডেন্ট যে নির্দেশ দিলেন ইউজিসিকে

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৬, ০৩:১৫



 

লাইভ প্রতিবেদক: উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণ প্রজন্ম যাতে সাফল্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতেও ইউজিসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সোমবার বিকেলে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বার্ষিক প্রতিবেদন-২০১৫ রাষ্ট্রপতির কাছে পেশ করার সময় তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। তিনি জানান, প্রতিনিধি দলটি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কমিশন গৃহিত নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতিকে তারা জানান, বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি আরো সময়োপযোগী করার লক্ষ্যে একটি সংসদীয় স্থায়ী কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ