Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দিনাজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশিত: ১৫ নভেম্বার ২০১৬, ০২:৪১

 

 


দিনাজপুর লাইভ: “অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪নভেম্বর) সকাল ৯টায় ডায়াবেটিস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ইনস্টিটিউট মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মো. আব্দুল লতিফ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

বিশেষ অতিথির রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট চুক্ষু বিশেষজ্ঞ ও ডায়াবেটি এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শহিদুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু।

শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজাউর রব চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়া, মো. জবেদ আলী, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, রাহবার কবির পিয়াল, মো. আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্য, অতিথিবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

ঢাকা, ১৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ