Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৩ নভেম্বার ২০১৬, ০৩:৩৩

ডিআরইউ লাইভ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ আগামী দিনে এই শিক্ষার্থীরাই দেশকে নেতৃত্বে দেবে।’

আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ২০১৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সদস্য-সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান এবং ডিআরইউতে আমরা নেটওয়ার্কের ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রি ওয়াইফাই সার্ভিসদাতা প্রতিষ্ঠান আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ ও শিক্ষা সম্মাননা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইনডেক্স গ্রুপের পরিচালক কাইয়ুম নিজামী।

বক্তব্য রাখেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এমএম কায়সার, সুরাইয়া মুন্নী, শিক্ষার্থীদের পক্ষে সাইফ ইবনে কামাল সীমান্ত ও তাবাসসুম মোস্তফা অথৈ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ‘শিক্ষার্থীদের গ্লোবাল ভিলেজের নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের জন্য বিশ্বমানের শিক্ষা ও প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষার মান বাড়িয়ে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, প্রথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষায় ছেলে-মেয়ে সমতা অর্জন করেছি। উচ্চ শিক্ষায়ও কিছু দিনের মধ্যেই এর প্রতিফলন দেখা যাবে।

জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বাংলা প্রথম পত্রের প্রশ্ন হুবহু গাইড বই থেকে তুললে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন পত্রিকায় এসেছে এবার জেএসসির একটি পরীক্ষায় নোটবই থেকে প্রশ্ন করা হয়েছে। আমি আগেই বলেছিলোম নোট বই থেকে প্রশ্ন করবেন না। যিনি করেছেন আমি আজ সকালেই নির্দেশ দিয়েছি তাকে সাসপেন্ড করা হবে, তার সমস্ত বতেন-ভাতা বন্ধ করে দেওয়া হবে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী ডিআরইউতে আমরা নেটওয়ার্কের ফ্রি ওয়াইফাই সার্ভিস উদ্বোধন করেন। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও বৃত্তির টাকা তুলে দেন।

অনুষ্ঠানে ডিআরইউ সাংগঠনিক সম্পাদক শেখ জামালা, দপ্তর সম্পাদক মেহ্দি আজাদ মাসুম, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভুঁইয়া, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ