Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১৩ নভেম্বার ২০১৬, ০০:০১

দিনাজপুর লাইভ: বিভিন্ন আয়োজনে আইডিইবি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়স্থ সংস্থার নিজস্ব কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণত সরকারী চাকুরীজীবীরা সরকারের বিরুদ্ধে যায় না।

কিন্তু বাংলাদেশের একমাত্র পেশাজীবি সংগঠন মুক্তিযুদ্ধের সময় সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। দেশ স্বাধীনতা লাভ করবে কিনা তা না ভেবে শুধুমাত্র সার্বভৌম বাংলাদেশের লক্ষ্যে আইডিইবি সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। এই সংগঠন রাষ্ট্রের জন্য সম্মিলিত অবদান রেখেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইঞ্জিনিয়ারদের সাহস নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। এ জন্য এই সংগঠনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর দেশকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংগঠনের সভাপতি মো. আকরাম আলী মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল। সমাবেশ ও র‌্যালীতে আইসিটি ক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন মামুন, মো. আব্দুল মমিন, মো. গুলশান আলী, শ্রী জিএম ভট্টাচার্য্য, লাইসুর রহমান, মো. মাসুদ রানা, দিনাজপুর পলিটেকনিক (বাকাছাপ) সভাপতি ফাইয়াস,

আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দিনাজপুরের বিভিন্ন সরকারী দপ্তর/প্রতিষ্ঠানে কর্মরত সদস্য প্রকৌশলীবৃন্দ, এসআরএ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, আলফাহ পলিটেকনিক ইনস্টিটিউট, উত্তোরণ পলিটেকনিক ইনস্টিটিউট, ইকোসার্ভ পলিটেকনিক ইনস্টিটিউটসহ প্রায় ১৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


ঢাকা, ১২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ