Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আধুনিক পাবলিক টয়লেটের জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে: মেয়র আনিসুল হক

প্রকাশিত: ১১ নভেম্বার ২০১৬, ০৩:৫৫

লাইভ প্রতিবেদক: আধুনিক ও দৃষ্টিনন্দন পাবলিক টয়লেট তৈরির জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র আনিসুল হক।

তিনি আজ বৃহষ্পতিবার রাজধানীর মহাখালী, ফার্মগেট ও শ্যামলীতে ৩ টি পাবলিক টয়লেট উদ্বোধন করেন। এ সময় ফার্মগেটে গণমাধ্যমকে তিনি বলেন, “রাজধানীতে জমির সঙ্কট। তবুও আমরা চেষ্টা করছি। প্রয়োজনে জমি অধিগ্রহণ করে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।”

আধুনিক সুযোগ- সুবিধা সম্বলিত এ তিনটি পাবলিক টয়লেট স্থাপন করল ওয়াটার এইড বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত নতুন টয়লেট তিনটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. মো. খায়রুল ইসলাম; ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: নাছির, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানও উপস্থিত ছিলেন।

মেয়র এ সময় বলেন, “আমাদের প্রতিশ্রুতি ছিল মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করা। সে হিসেবে আমরা আজকেও ৩ টি পাবলিক টয়লেট উদ্বোধন করলাম। আগামী ৩ মাসের মধ্যে আরো ১২ টি'র উদ্বোধন করা হবে। আমরা যে পাবলিক টয়লেটগুলো উদ্বোধন করেছি, এসব টয়লেট পৃথিবীর যে কোন জায়গার পাবলিক টয়লেট থেকে কম হবে না। আমাদের এখন প্রয়োজন হবে এর সঠিক রক্ষণাবেক্ষণ। এ কাজটি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমি ব্যাক্তিগতভাবে অনুরোধ করছি।”

 

ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. মো. খায়রুল ইসলাম বলেন, “সিটি কর্পোরেশন, ওয়াটার এইড এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন আপনাদের দৌরগোড়ায় স্বাস্থ্যসম্মত নাগরিক সেবা নিয়ে এসেছে। জনপ্রতিনিধিদের তত্বাবধানে এর ব্যবস্থাপনা কার্যক্রম চলবে।”

নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত এ দৃষ্টিনন্দন এবং নারী ও শারিরিক প্রতিবন্ধীবান্ধব পাবলিক টয়লেটগুলো পথচারী ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ও সহজে ব্যবহার করতে পারবেন। এই টয়লেটে নারী এবং পুরুষের জন্য আলাদা কক্ষ, লকার, হাতধোয়ার জায়গা, গোসল এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে। এগুলোতে ২৪ ঘন্টা বিদ্যুৎ এবং সিসি টিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নতা কর্মী এবং মহিলা কেয়ারটেকার রয়েছেন। ফার্মগেটের ইন্দিরা রোডে টয়লেটের বাইরে স্থাপন করা হয়েছে একটি দৃষ্টিনন্দন মুরাল, যা নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে।

নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি ধারাবাহিকতায় এ টয়লেটগুলো নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট সংস্কার করেছে ওয়াটার এইড বাংলাদেশ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের র্অর্থায়নে সানরাইজ প্রকল্পের আওতায় এ সংস্কার কাজ পরিচালিত হয়।


ঢাকা, ১০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ