Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনা

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৭, ২৩:২৩

 

লাইভ প্রতিবেদক: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ’ স্লোগান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশ আগামী ১২ অক্টোবর। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সমাবেশে নীতি-নির্ধারণী ভাষণসহ ১১টি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। 

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি নগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ তথ্য জানান। 

প্রকল্প ও স্থাপনগুলো হচ্ছে-মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট, ‘স্বাধীনতা’ ম্যুরাল ১৯৫২-১৯৭১, ১৪-তলা ডরমিটরি ভবন, ৭-তলা আইসিটি ভবন, ৬-তলা সিনেট ভবন, ১০-তলা কর্মকর্তা ভবন, ১০-তলা কর্মচারী ভবন, বরিশাল আঞ্চলিক কেন্দ্র, রংপুর আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ও কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প। 

সংবাদ সম্মেলনে ২০১৬ সালের জন্য কলেজ পারফরমেন্স র‌্যাংকিং-এর ফলাফল ঘোষণা  করা হয়। শিক্ষা সমাবেশে সর্বোচ্চ স্কোরধারী ৭টি সেরা কলেজকে পুরস্কৃত করা হবে। 

আগামী ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বলেও ভিসি জানান।    

এর মধ্যে রয়েছে- ২১শে অক্টোবর সকাল ১০টায় অভিন্ন ব্যানারে দেশব্যাপি সকল কলেজে শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, ২৫শে অক্টোবর সকাল ১১টায় গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে রজতজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও ক্যাম্পাস সংলগ্ন সড়কে আনন্দ শোভাযাত্রা এবং ২৬শে অক্টোবর সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

দুদিনের এ অনুষ্ঠানে যথাক্রমে জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। 

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, প্রো-ভিসি ড. মো. মশিউর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ