Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইমতিয়াজ রিজভিকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের আবেদন

প্রকাশিত: ৯ নভেম্বার ২০১৬, ০২:৩৯

লাইভ প্রতিবেদক: আহমেদ ইমতিয়াজ রিজভি। ২৪ বছরের একজন তরতাজা যুবক। বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। বসবাস সাতক্ষিরা জেলার সখিপুর গ্রামে শারিরীক সমস্যার জন্য কিছু টেস্ট করালে তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা আসেন ইমতিয়াজ। চিকিৎসকরা জানালেন তার উভয় কিডনি নষ্ট। এর পর ঢাকার কিডনি ইন্সটিটিউটে চিকিৎসা নিতে শুরু করেন। তার আত্মীয়-স্বজনের বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো। আত্মীয় স্বজনদের সহায়তায় আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হয়। দেশের ও ভারতের চিকিৎসকগণ যত দ্রুত সম্ভব তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন বলে জানিয়ে দেন।

তার পিতা মো: আব্দুর রশিদ একজন অসুস্থ ব্যক্তি। প্রায় তিন বছর আগে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নিয়মিত কোন আয় নেই। অল্প কিছু জমি হতে যা আয় হয় তা দিয়ে তিনি কোনমতে সংসার চালান। গত দুই বছর আত্মীয়-স্বজনের সহায়াতায় রিজভির চিকিৎসা চলেছে। বাংলাদেশে নিজের আত্মীয় ছাড়া কারো কিডনি দ্বারা প্রতিস্থাপন সম্ভব না হওয়ায় তাকে বর্তমানে ভারতে পাঠিয়ে চিকিৎসা, ডায়ালায়সিস ও কিডনি প্রতিস্থাপনের চেষ্টা চলছে। এ পর্যন্ত যতটুকু আভাস পাওয়া গিয়েছে তাতে কিডনি প্রতিস্থাপন ও এর পরবর্তী চিকিৎসা বাবদ ২৫ লাখ বা এর বেশি টাকা লাগবে। গরিব, অসুস্থ পিতার পক্ষে এই বিপুল পরিমান অর্থ সংস্থান করা কোনভাবেই সম্ভব নয়।

ইতোমধ্যে জমি বিক্রি করে রিজভিকে ভারতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাঁচার প্রবল আকুতি নিয়ে রিজভি এখন সমাজের স্বহৃদয় ব্যক্তি-বর্গের দিকে তাকিয়ে আছে। এই সমাজের হৃদয়বান মানুষই তার শেষ ভরসা। মানবতায় উজ্জীবিত মানুষরাই পারেন এই তরুণকে বাঁচিয়ে তুলতে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিবারে হাসি ফুটতে পারে। আর ইমতিয়াজ পেতে পারে নতুন জীবন। সকলে নিজ নিজ অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে রিজভি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা:

১) আহমেদ ইমতিয়ায রিজভি
একাউন্ট নং : ০১০৪১২১০০০৯৫৮৪৯
প্রিমিয়ার ব্যাংক লিঃ, বনানী ব্রাঞ্চ, ঢাকা

২) মোঃ আশীফ ইকবাল
একাউন্ট নং: ৪৪২৩০৩৪০৫৩২৯৪
সোনালি ব্যাংক লিঃ, জাতীয় সংসদ ভবন ব্রাঞ্চ, ঢাকা

৩) সাইফুল্লাহ মির্জা শামিম
একাউন্ট নং: 20501770202013918
ইসলামি ব্যাঙ্ক লিঃ, গুলশান ব্রাঞ্চ, ঢাকা
৪) বিদেশ হতে সাহায্য পাঠাতেঃ
কামাল- 004915782510725
৫) কেউ বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চাইলে এই নম্বর ব্যবহার করতে পারেন:
০১৯১১১০০৭৭৫

প্রয়োজনে যোগাযোগ করতে চাইলেঃ
১)মোঃ মুনজুর আলম
ফোন - ০১৭১১১৫৮৭৫৬

 

ঢাকা, ৮, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ