Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসি’র সাথে আইকিউএসি পরিচালকদের মতবিনিময়

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০১৭, ০১:৩৭

লাইভ প্রতিবেদক: দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের (১০টি পাবলিক ও ৩টি প্রাইভেট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল’র (আইকিউএসি) পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ ইউজিসি’র কোয়ালিটি এসিউরেন্স ইউনিট’র (কিউএইউ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ইউজিসি অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, হেড, কিউএইউ, ইউজিসি এবং ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, ড. মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ্ব ব্যাংক, জনাব সোহেল আহমেদ, উপ-প্রকল্প পরিচালক, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন।

 

সভাপতির বক্তব্যে প্রফেসর মান্নান দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের উচ্চশিক্ষা স্তরে মানসম্মত শিক্ষা প্রদানের আহ্বান জানান যাতে স্নাতকরা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা করতে পারে। তিনি আরও বলেন, দেশের জাতীয় স্বার্থে উচ্চশিক্ষার মানোন্নয়নে আমাদেরকে যৌথভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকগণ তাঁদের বক্তব্যে আইকিউএসি কর্মকান্ডের বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এছাড়া, আলোচনায় আইকিউএসি’র চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রকল্প সমাপ্তির পর অর্থের উৎস ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কোয়ালিটি এসিউরেন্স ইউনিট এবং উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ