Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০১৭, ০৩:৩৬

 

লাইভ প্রতিবেদক: দেশের নবম শিক্ষা বোর্ড হলো ময়মনসিংহ। এ নিয়ে মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট বোর্ডের সংখ্যা দাঁড়াল ১১। 

নতুন এই বোর্ডের নামকরণ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহ। 

গত ২৮শে আগস্ট এই বোর্ড সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর ফলে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে থাকা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার বোর্ড সংক্রান্ত সব কার্যক্রম নতুন বোর্ডে চলে যাবে। 

প্রজ্ঞাপন সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্সের ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে শিক্ষা বোর্ড স্থাপন করল।

এই চার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের এখতিয়ার রহিত করে এসব জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও উন্নয়নের ক্ষমতা নবগঠিত বোর্ডের উপর ন্যস্ত করা হয়েছে।

 

ঢাকা, ৩০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ