Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘ফরহাদ মজহারকে অপহরণের প্রমাণ পাওয়া যায়নি’

প্রকাশিত: ৮ জুলাই ২০১৭, ২২:৪৯

 

লাইভ প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। 

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে আমরা যে সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি, সে তথ্য-উপাত্তের আলোকে আমাদের ধারণা হয়েছে, এটা কোনো অপহরণের ঘটনা না। এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরো কিছু সাক্ষী-প্রমাণ দরকার’, বলেন আইজিপি। 

‘কাজেই সেই সময়টুক আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারব’, যোগ করেন আইজিপি। 

সেমিনারে পুলিশপ্রধান বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অত্যন্ত কঠিন ও কঠোর। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার  নির্দেশ আছে। 

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির জ্যেষ্ঠ  কর্মকর্তারা।

 

ঢাকা, ০৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ