Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহিদুল্লাহ

প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১৮:০৯

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহিদুল্লাহ

লাইভ প্রতিবেদক: দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নতুন করে চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সচিব কল করে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনের চেয়ারম্যান পদে আগ্রহী শিক্ষকরা তাদের বায়োগ্রাফি (জীবনবৃত্তান্ত) শিক্ষা মন্ত্রণালয়ের জমা দেন। মন্ত্রণালয় থেকে সেই তালিকা ও জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই তালিকা যাচাই-বাছাই, গোয়েন্দা প্রতিবেদন, শিক্ষকতা জীবনে তিনি কোন মতাদর্শের ছিলেন, চারিত্রিক বৈশিষ্ট্য, সততা- এসব বিষয় যাচাই-বাছাই করে চূড়ান্ত নিয়োগের জন্য রাষ্ট্রপতি কার্যালয়ে পাঠান। রাষ্ট্রপতির অনুমোদনের পর আবার তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর মন্ত্রণালয় পরিপত্র জারি করে।

ঢাকা, ২৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ