Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘গ্রামে এখন আর কেউ লুঙ্গি পরে না’

প্রকাশিত: ২১ মে ২০২৩, ২৩:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

লাইভ প্রতিবেদক: গ্রামে এখন আর কেউ লুঙ্গি পরে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘এখন গ্রামে গেলে দেখি, কেউ লুঙ্গি পরে না। থ্রি কোয়ার্টার, আবার জিন্সের প্যান্টের মধ্যে ছেঁড়া, তালি দেওয়া। জিজ্ঞেস করলাম, কিরে তোরা তালি দিছোস ক্যান। তারা বলে, ভাই এটা তালি দেওয়া না। এটা পুরনো না, ছেঁড়াও না। এটার দাম কিন্তু, ভালোটার চেয়েও বেশি। এটা হচ্ছে, গ্রামের চিত্র। গ্রামের ছেলে ও শহরের ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নেই।’

গ্রামের মেয়ে এবং শহরের মেয়ের মধ্যেও পার্থক্য নেই জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার এলাকায় কয়েকদিন আগে যুবমহিলা লীগের সম্মেলন হয়েছে। সেখানে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হই। যুক্ত হওয়ার পর যখন দর্শক দেখাচ্ছে সারিতে, তখন আমার মনে হলো, আমি ভুল করে অন্য কোথাও যুক্ত হলাম নাকি! ঢাকা শহরের কোনো সমাবেশে যুক্ত হয়ে গেলাম নাকি। আমি বলেছি, আমাকে ঠিক জায়গায় কানেক্ট করেছ তো? বলে, হ্যাঁ ভাই, ঠিক জায়গায় কানেক্ট করেছি। মেয়েদের যে চেহারা, সাজগোজ দেখলাম—তা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চেয়ে কম না।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশে গণতন্ত্র ফিরেছে, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের মুখে হাসি ফুটেছে। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন হয়েছিল।’

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তা আছে কিনা, তা দেখার জন্য, আমি বিএনপিকে আগামী নির্বাচনে আসার অনুরোধ জানাই। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে পূর্ণ শক্তি নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়ে প্রথমে ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে নির্বাচনি ট্রেনে উঠে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি অনুরোধ করব, আসুন এবারের নির্বাচনে অংশগ্রহণ করুন।’

শেখ হাসিনার আন্তর্জাতিক সমর্থন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর করেছেন। যারা সফরে ছিলেন, তারা দেখতে পেরেছে কীভাবে প্রধানমন্ত্রীকে জাপান সম্মান করেছে। তারা বাংলাদেশকে সহায়তা করার জন্য ৩০ মিলিয়ন ইয়েন চুক্তি করেছে।’

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।


ঢাকা, ২১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ