Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আজ তিন বিভাগের কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১৯:০২

ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার কারণে আজ চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আওতাধীন জেলাসমূহের সকল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের আওতাধীন জেলাগুলোর কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ মে বন্ধ থাকবে। এ অবস্থায় বর্ণিত বিভাগগুলোর আওতাধীন জেলাগুলোতে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৪ মে বন্ধ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো।

এর আগে ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় ছয় শিক্ষাবোর্ডে রোববার ও সোমবারের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া ঝড়ের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ঢাকা, ১৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ