Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জিডিপি প্রবৃদ্ধির হার ৬.০৩

প্রকাশিত: ১২ মে ২০২৩, ০২:৪৮

ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: চলতি অর্থবছরের ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার .০৩ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী . শাসসুল আলম। বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান

সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে .০৩ শতাংশ। তিনি এটাকে প্রভিশনাল হিসেবে উল্লেখ করে বছর শেষে এ হিসাব পরিবর্তন হবে বলে জানান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা ছয় মাসের জিডিপির হিসাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এটা অনুমোদন করলে আমরা এটা বিবিএসের ওয়েবসাইটে দিয়ে দেব’।

তিনি বলেন, গত ছয় মাসের হিসেবে মাথাপিছু আয় ডলারে কিছুটা কমবে। তবে ডলারে আয় কমলেও টাকার পরিমাণে বাড়বে। আর এটি আমাদের জন্য খুশির খবর। মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমি আশঙ্কা করেছিলাম, গত মাসের তুলনায় এই মাসে মূল্যস্ফীতি বাড়বে। কিন্তু স্বস্তির বিষয় হলো সামান্য হলেও এই মাসে মূল্যস্ফীতি কমেছে।’

বাংলাদেশ পরিসংখ্যন ব্যুরো’র (বিবিএস) তথ্যমতে, চলতি ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ধরা হয়েছে তিন হাজার সাত ডলার। আর ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হয়েছিল দু’হাজার ৮২৪ মার্কিন ডলার। এছাড়া চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সরকার জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করে . শতাংশ। যা পরে সংশোধন করে দশমিক শতাংশে নামিয়ে আনা হয়।

ঢাকা, ১১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ