Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফের ৭ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

প্রকাশিত: ১০ মে ২০২৩, ১৮:৪৪

বিমানবন্দর সড়ক

লাইভ প্রতিবেদক: উড়ালসড়কের নির্মাণকাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (১৩ মে) রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। এ কারণে সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

বুধবার (১০ মে) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, যারা দেশের বাইরে যাবেন এবং আসবেন, তাদের জন্য রাস্তা খোলা থাকবে। তবে যারা অন্য কাজে আসা-যাওয়া করেন, তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ