Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সংসদ সদস্যদের তোপের মুখে অর্থমন্ত্রী

প্রকাশিত: ২০ জুন ২০১৭, ০৩:৩১

লাইভ প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগরি শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাবের জন্য সংসদে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। 

এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, আপনার দায়িত্ব বাজেট পেশ করা। এই সংসদের ৩৫০ জন জনগণের প্রতিনিধি ঠিক করবেন জনগণের কল্যাণে কোনটা থাকবে, কোনটা থাকবে না। আপনি একগুঁয়েমি সিস্টেম বন্ধ করেন, কথা কম বলেন। আপনার বয়স হয়ে গেছে, কখন কি বলে ফেলেন ঠিক থাকে না। 

সরকারদলীয় এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, ‌লুটপাটের মাধ্যমে ব্যাংকের টাকা নয়-ছয় করা হয়েছে। আর উনি (অর্থমন্ত্রী) ব্যাংক আমানতের ওপর শুল্ক বসালেন। এটা কার টাকা? এটা জনগণের টাকা। 

ব্যাংকের জন্য নতুন করে ১ হাজার কোটি টাকা মূলধন বরাদ্দের বিষয়ে সমালোচনা করে হানিফ বলেন, অর্থমন্ত্রী এই টাকা কেন দিলেন?  কার টাকা দিলেন? যেখানে লুটপাটের মাধ্যমে ব্যাংকের টাকা নয়-ছয় হওয়ার ফলে মূলধনে টান পড়েছে। উনি সেটা তদন্ত না করে আবার টাকা বরাদ্দ দিলেন। এটা হতে পারে না। 

প্রসঙ্গত, গত ১লা জুন প্রস্তাবিত বাজেট সংসদে দেওয়ার পর ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক, সঞ্চয়পত্রে সুদের হার, সারচার্জসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সমালোচনা করে আসছেন।

 

ঢাকা, ১৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ