
লাইভ প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে আবেদন করা যাবে।
বুধবার (২১ ডিসেম্বর) এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জানা গেছে, সারাদেশে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল-কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২। আগামী ২৯ ডিসেম্বর থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন নিবন্ধনধারীরা।
পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকে (http://ngi.teletalk.com.bd) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে। একই সময়ের পর থেকে আবেদনও করা যাবে।
আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চে ৩৫ বছর বা তার কম হতে হবে। আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে। আবেদনকারীরা ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এ সময় পাবেন।
ঢাকা, ২১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: