Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ভূমিকম্পে কেপে উঠল রাজধানীসহ বিভিন্ন অঞ্চল

প্রকাশিত: ৫ ডিসেম্বার ২০২২, ২১:৫২

ভূমিকম্পে কেপে উঠল রাজধানীসহ বিভিন্ন অঞ্চল

লাইভ প্রতিবেদক: বঙ্গোপসাগরের দক্ষিণে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

নিজামুদ্দিন আহমেদ আরো জানান, বাংলাদেশের সব জায়গায় এর অনুভূত হয়েছে কি না, তা বলা যাচ্ছে না। তবে আমাদের সবগুলো যন্ত্রে এটি ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা, ০৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ