
লাইভ প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে। তবে চলতি নিয়োগে পদ বাড়ানোর যে কথা হচ্ছিল, তা আর বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে শিক্ষা অধিদপ্তর। শনিবার (১৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ তথ্য জানিয়েছেন।
শাহ রেজওয়ান হায়াত সংবাদমাধ্যমকে জানান, বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে এবার ৩২ হাজার ৫৭৭টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, কবে নাগাদ এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হবে তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তবে খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ঢাকা, ১৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: