Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দ্রব্যমূল্য নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৪ নভেম্বার ২০২২, ০০:৩৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি: ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক হওয়ার জন্য দুর্ভিক্ষের কথা বলেছেন। সরকার চেষ্টা করে যাচ্ছে, সবকিছু মিলে মানুষকে এত চিন্তা করার কারণ নেই দ্রব্যমূল্য নিয়ে।’

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে তিনি এসব কথা বলেন। সভায় চাল, চিনি, পেয়াজ, গম, আটা ময়দা, সয়াবিন তেল নিয়ে আলোচনা হয়েছে।

পণ্যমূল্য বাড়ার কারণে এখন সংসার চালানো কঠিন হয়ে পড়ছে, সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা এক কোটি পরিবারকে কম দামে পণ্য দিচ্ছি। এটা সত্যি যে মানুষের এখন কষ্ট হচ্ছে। সময়টা এখন খারাপ যাচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এ সমস্যা বৈশ্বিক। এটা একার আমাদের নয়। বৈশ্বিক সমস্যা রাতারাতি নিরসন সম্ভব নয়। তবে ডলারের দাম আর হয়তো নাও বাড়তে পারে। পণ্য সরবরাহ ব্যবস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। এতে বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।’

চিনির সংকট নিয়ে টিপু মুনশি বলেন, ‘গ্যাসের জন্য চিনি উৎপাদন কম হয়েছিল, এজন্য চিনির দাম বাড়াতে হয়েছে। কিন্তু এখন শীত পড়ছে। বিদ্যুতের চাহিদা কমছে। ফলে গ্যাসের উপর চাপ কমা শুরু হয়েছে। শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের সমস্যা কিছুটা সমাধান হবে, এতে চিনির উৎপাদন বাড়বে। বাজারেও সরবরাহ বাড়বে। দামও কমে যাবে।’

ঢাকা, ০৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ