Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অভিযোগ গঠনের শুনানি পেছাল সম্রাটের

প্রকাশিত: ২০ অক্টোবার ২০২২, ২৩:১৯

ইসমাইল হোসেন চৌধুরী

লাইভ প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পেছানো হয়েছে। নতুন করে আগামী ৮ নভেম্বর শুনানি গঠনের দিন ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ দিন ধার্য করেন।

সূত্র জানায়, এই আদালতেই আজ সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিন আবেদন করেন। সম্রাটের আইনজীবীর ওই আবেদনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের বিষয়ে নতুন দিন ধার্য করেন এবং ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।

উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

ঢাকা, ২০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ