Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''শিক্ষাপ্রতিষ্ঠানে আর করোনার প্রভাব পড়বে না''

প্রকাশিত: ১৪ অক্টোবার ২০২২, ০৩:১৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

লাইভ প্রতিবেদক: শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আর করোনার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও নৌ র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। মাঝে মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। কারণ তারা এরই মধ্যে টিকা নিয়েছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে। তবে টিকা দেওয়া থাকুক আর না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ জেলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ঢাকা, ১৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ