Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
ঘটনার তদন্ত করবে দুটি কমিটি...

''সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে''

প্রকাশিত: ৫ অক্টোবার ২০২২, ০৪:৩৭

ছবি: সংগৃহীত

লাইভ প্রতিবেদক: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঢাকাসহ সারাদেশে সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তিনি বলেন, আমরা ইচ্ছা করেই খুব বেশি তাড়াহুড়ো করছি না। কারণ বেশি তাড়াহুড়ো করতে গিয়ে যেন বড় বিভ্রাট না ঘটে। আগামী এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ চলে আসবে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে নসরুল হামিদ এ কথা বলেন। ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সঞ্চালন লাইনে একটা ঝামেলা হয়েছিল। পূর্বাঞ্চলের ঝামেলা এরই মধ্যে সমাধান হয়েছে। বাকিগুলোও সমাধান হচ্ছে। ঢাকা-টঙ্গী এলাকায় এখনো ঝামেলা আছে।

এদিকে, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে বিদ্যুৎবিহীন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টার দিকে এ বিপর্যয় ঘটে। এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটের অধিকাংশ এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন।

ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ