
লাইভ প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে সৌদি প্রবাসী স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। নিহতরা হলেন- নোমান (৩২) ও শামীমা (২৪)।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাবর রোডে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (ওসি) মো. মুজিব পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে ঝুলছে এবং শামিমা বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছে। নোমান সৌদি আরব প্রবাসী।
ওসি আরো বলেন, এক বছর আগে নোমান প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়।
পুলিশ জানায়, তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: