Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চলন্ত বাসে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০১:২২

চালক গ্রেপ্তার

লাইভ প্রতিবেদক: রাজধানীতে চলন্ত বাসে এক ছাত্রীকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাশ পরিবহনের ওই বাস চালক মো. মাহবুবুর রহমানকে বুধবার রাতে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া বিকাশ পরিবহনের ওই বাসটি (ঢাকা-মেট্রো-ব-১২-০৬০৫) উদ্ধারের পর জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত রোববার (২৪ জুলাই) ভুক্তভোগী ওই ছাত্রী রাত পৌনে ৯টায় ধানমন্ডি থেকে আজিমপুরে নিজ বাসায় যাওয়ার উদ্দেশে বিকাশ পরিবহনের একটি বাসে উঠেন। বাসে উঠে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে এক পর্যায়ে তিনি তন্দ্রাছন্ন হয়ে পড়েন। রাত সোয়া ৯টার দিকে তিনি অনুভব করেন তার শরীরে কে যেন হাত দিয়েছে। তাকিয়ে দেখেন বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাসের হেলপার বসা।

বিপদ আঁচ করতে পেরে তিনি বাসের হেলপারকে পাশ থেকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। হেলপার তাকে পেছন থেকে জড়িয়ে ধরেন এবং এক হাতে মুখ চেপে ধরেন। আর চালক বাস না থামিয়ে দ্রুত গতিতে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকেন। এক পর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে বাসটি একটু স্লো হলে ওই ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে আত্মরক্ষা করেন।

ঢাকা, ২৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ