
লাইভ প্রতিবেদক: ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
সোমবার তিনি বলেন, ৪৪তম প্রিলিমিনারির ফল চলতি মাসেই প্রকাশ করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এই মাসেই ৪৪তম প্রিলিমিনারির ফল প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে গত মাসের ২৭ মে অনুষ্ঠিত হয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।
গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। অনলাইনে আবেদন শুরু হয় একই বছরের ৩০ ডিসেম্বর।
প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।
ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: