Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাকা ও চট্টগ্রাম বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৪:৫৯

প্রফেসর তপন কুমার সরকার ও প্রফেসর মুস্তফা কামরুল আখতার

লাইভ প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এতে ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন প্রফেসর তপন কুমার সরকার। তিনি ঢাকা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

অন্যদিকে চট্টগ্রাম বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মুস্তফা কামরুল আখতার। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রফেসর ছিলেন।

সোমবার তাদের দুই বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, প্রফেসর তপন কুমার সরকার ঢাকা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। বোর্ডের সর্বশেষ চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন পাওয়ার পর থেকে প্রফেসর তপন কুমার সরকার ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

এদিকে প্রফেসর মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রফেসর ছিলেন। তাকে প্রেষণে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দুই চেয়ারম্যান নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতনভাতা পাবেন। তারা পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনাভাড়া বাসস্থানের ব্যবস্থা করলে তারা কোনো বাড়িভাড়ার ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্টখাতে জমা দিতে পারবেন।

ঢাকা, ১৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ