Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা বাতিল

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৭, ০৫:১৩



লাইভ প্রতিবেদক: প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভারত সফর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর দফতরের দেয়া শিডিউল অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী। এসময় সংবর্ধানা অনুষ্ঠান করলে নেতাকর্মীরাসহ অফিস ফেরত মানুষের ভোগান্তি সৃষ্টি হবে। তাই জনসাধারণের কথা চিন্তা করে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারি পর্যায়ে প্রতিরক্ষাসহ ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। তবে এবারও তিস্তা চুক্তি সইয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সোমবার রাত সোয়া ৮টায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে গণসংবর্ধনা দেয়ার কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ।

 

 

ঢাকা, ০৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ