Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৭, ০২:১৯



লাইভ প্রতিবেদক: ৩৫তম বিসিএসের নিয়োগে গেজেট জারি হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৩৫তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর মোট পাঁচ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন।

এদের মধ্য থেকে দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে পিএসসি। কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডারে উত্তীর্ণ প্রার্থী না পাওয়ায় ৩১৭ টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা যায়নি ৩৫ বিসিএসে।

১৪ জনের ফল স্থগিত রাখা হয়েছে আবেদনে নানা অসঙ্গতির জন্য। এ ছাড়া আদালতে মামলা থাকায় পিএসসির পক্ষ থেকে বিসিএস (বন) পরীক্ষার ফল স্থগিত রাখা হয়েছে। পিএসসির সুপারিশকৃতদের মধ্য থেকে প্রশাসনে ২৯৬ জন, পুলিশে ১১৯ জন, আনসার চারজন, নিরীক্ষা ও হিসাবে চারজন, সমবায়ে চারজন, ইকোনমিকে ৩৮ জন, পরিবার পরিকল্পনায় ১০ জন, খাদ্যে দুইজন, তথ্যে ১১ জন, ডাক বিভাগে ১০ জন কর্মকর্তা নিয়োগ পেতে যাচ্ছেন।

তাছাড় বিসিএস (সাধারণ শিক্ষা) ৮৬২ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৭৭৮ জন কর্মকর্তা নিয়োগ পাবেন। এর আগে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

২০১৫ সালের ৬ মার্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদনকারি প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। এরপর পর্যায় ক্রমিক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের চূড়ান্ত করা হয়েছে।

 

ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ