Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘আগামী বছর পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র ছাপানো হবে’

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৭, ১৮:৪৪

 


লাইভ প্রতিবেদক: ডিজিটাল ব্যবস্থায় প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষার দিন সকালে স্থানীয় পর্যায়ে প্রশ্নপত্র ছাপিয়ে বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  প্রশ্নপত্র ফাঁসরোধে আগামী বছর থেকে তিনি এই প্রদক্ষেপ নিবেন।

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে রোববার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁসের ঘটনা এড়াতে শিক্ষাবিদ ও শিক্ষকরা ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরির সুপারিশ করেছেন। সেই সুপারিশ বিবেচনায় নিয়ে সরকার স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপানোর এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই এই ব্যবস্থা চালু করব।’
 
প্রশ্নফাঁস এড়াতে তিনি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতনতা এবং সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রশ্ন পেয়ে সন্তুষ্ট। তারপরও শিক্ষকরা অনৈতিক সুবিধা পেতে প্রশ্নফাঁসের মতো নোংরা কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এরা আমাদের নজরদারিতে রয়েছে। আমরা তাদের কাউকে ছাড় দেব না।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব রূহী রহমান, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ওয়াহেদুজ্জামান, ঢাকা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান প্রমুখ।

আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা।

 

ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ