Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচ গুণ বৃদ্ধি করা হবে: মুহিত

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৭, ০১:০৬

 
লাইভ প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচ গুণ বৃদ্ধি করা হবে বলে। এটাই এখন সময়ের দাবী।
 
বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে এনজিওদের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরো বলেন, আমি মিডিয়ার সামনে বলতে চাই, ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি পাঁচ গুণ করা হবে, দেখি কী হয়’। 
 
আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ উচ্চমাধ্যমিক পর্যায়ের উপরে অর্থাৎ স্নাতক পর্যায় থেকে এই ফি বাড়ানো হবে। এনজিওদের প্রতিনিধিরা আলোচনা অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ইত্যাদি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।
 
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেছেন, এসডিজি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য জেলা পরিষদগুলোকে কাজে লাগানো যেতে পারে বলে।’ সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প সমন্বয়ক ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যখাতে আইসিইউর নামে যে বাণিজ্য চলছে, তা বন্ধ হওয়া উচিত।
 
দেশের বেসরকারি হাসপাতালগুলোর আইসিইউর ভাড়া ফাইভ স্টার হোটেলের চেয়েও বেশি।’ দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন হেলথ সেন্টারে ইন্টার্ন চিকিৎসকদের অতিরিক্ত ১ বছর সেবাদান বাধ্যতামূলক করা এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ওপর কর কমানোর দাবি জানান ড. জাফরুল্লাহ চৌধুরী।
 
 
 
ঢাকা, ৩০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ