Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আতিয়া মহলের নিচতলায় চার মরদেহ

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৭, ০২:২৪


সিলেট লাইভ: সিলেটের শিবাবাড়িতে জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযান 'অপারেশন টোয়াইলাইটে' চার জঙ্গি নিহত হয়েছে।


নিহত জঙ্গিদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের লাশ এখনও ভেতরে পড়ে রয়েছে।  সোমবার সন্ধ্যায় সিলেটে এক প্রেস ব্রিফিং সেনাবাহিনী এসব তথ্য জানায়।

প্রেস ব্রিফিং বলা হয়, কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সুন্দর ও সফলভাবে আজকের অভিযান শেষ হয়েছে। দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। নিচতলা থেকে চারটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দার তথ্য ছিল ওই ভবনের নিচ তলায় চারজন আছেন। এর মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী। আমরা দুটো মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো বলা হয়, পুরো ভবন এখন কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনই অভিযান সমাপ্ত ঘোষণা করা হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে ভবনের নিয়ন্ত্রণ পুলিশের হাতে তুলে দিয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।

এছাড়া অভিযান 'অপারেশন টোয়াইলাইটে' সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ব্রিফিংয়ে জানানো হয়।

 

ঢাকা, ২৭ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ