Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’র অদূরে বিস্ফোরণ, নিহত ৩

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ০৩:৩৮



লাইভ প্রতিবেদক: সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’র অদূরে দু’দফা বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের দুজন পুলিশ কর্মকর্তা ও একজন বেসামরিক নাগরিক  বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছে প্রায় ৪০ জনের মতো।

আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে 'আতিয়া মহলের' অদূরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রথম দফা বিস্ফোরণের পর কর্ডন করে রাখা এলাকা 'ক্রাইম সিন' করতে গেলে দ্বিতীয় দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। দুদফা বিস্ফোরণে আহত হন অর্ধশত।

জানা যায়, সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিকসহ ৩০ জনের বেশি আহত হন।

এরপর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হন।

রাত পৌনে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশসহ ৩৮ জনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ