Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিলেটের জঙ্গি আস্তানায় প্যারা কমান্ডো’র অভিযান চলছে

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ১৭:০৩



সিলেট লাইভ: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অপারেশন ‘টোয়ালাইট’ নামে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো।


শনিবার সকাল পৌনে ৯টায় এ অভিযান শুরু হয়। এরপর সাড়ে ৯টার দিকে শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি। এর মধ্যেই অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আটকে পড়া ২৯টি পরিবারের মধ্যে ভবনের চার তলা থেকে পাঁচজনকে উদ্ধার করেছে সেনাবাহিনী।


এরই মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অভিযান তত্ত্বাবধান করছেন সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।


প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আর ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, সকাল ৮টার দিকে জালালাবাদ সেনা নিবাস থেকে প্যারা কমান্ডো দলটি এসে বাড়ির আশপাশের চারটি সড়কে অবস্থান নেয়। এরপর পৌনে ৯টার দিকে মূল অভিযান শুরু করে।


এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে 'আতিয়া মহল' নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।


আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।

 

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ