Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাধ্যমিকে নিয়োগ পাচ্ছেন ২৫৯৮ জন শিক্ষক

প্রকাশিত: ৩০ ডিসেম্বার ২০২০, ০২:১৭

লাইভ প্রতিবেদকঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্যপদে ২ হাজার ৫৯৮ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজই (মঙ্গলবার) এ ফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পিএসসির একজন সদস্য সাংবাদিকদের জানিয়েছেন, মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক পদে ২১৫৫ জন নিয়োগ পাচ্ছেন। এছাড়া ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষা নেয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। সে বছরের নভেম্বরেই লিখিত পরীক্ষার ফল ঘোষণা করে পিএসসি। পরে মৌখিক পরীক্ষা নেয়া হয় চলতি বছরে।

উল্লেখ্য, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট বহু দিনের। প্রায় ৩১৯টি বিদ্যালয়েই শিক্ষক সঙ্কট রয়েছে।

ঢাকা, ২৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ