Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ডিজিটাল সেন্টার থেকে বীমা সেবা দেবে এটুআই ও জীবন বীমা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৭, ০৪:২৮

 

লাইভ প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর উদ্যোগে সারা দেশব্যাপি ডিজিটাল সেন্টার থেকে ডিজিটাল বীমা চালু করার লক্ষ্যে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এটুআই প্রোগ্রাম এবং জীবন বীমা কর্পোরেশন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব কবির বিন আনোয়ার এবং জীবন বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফরহাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় দেশব্যাপি ৫২৭৫টি ডিজিটাল সেন্টার থেকে জীবন বীমা কর্পোরেশনের প্রায় ৪ লক্ষের অধিক গ্রাহক তাদের বীমা প্রিমিয়াম ইলেক্ট্রনিক উপায়ে প্রদান করতে পারবে এবং জীবন বীমা কর্পোরেশন তাদের দাবীকৃত বীমার অর্থ পরিশোধ করতে পারবে।

একইসাথে ডিজিটাল সেন্টার থেকে নাগরিকগণ অনলাইনে জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন সেবার আবেদন গ্রহণ করতে পারবে। উল্লেখ্য, জীবন বীমা কর্পোরেশনের অনলাইন ইন্স্যুরেন্স সিষ্টেমের আওতায় ইলেক্ট্রনিক ইন্স্যুরেন্স সেবা, জেনারেল একাউন্টিং, পে-রোল সিস্টেমসহ এমআইএস পরিচালনা করে আসছে।

সারাদেশে ৭ টি আঞ্চলিক, ১২ টি কর্পোরেট, ৭১ টি সেলস এবং ৩৭৬ টি ব্রাঞ্চ এর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন তাদের বিভিন্ন সেবা নাগরিকদের প্রদান করছে।

উল্লেখ্য, ডিজিটাল সেন্টার হলো ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডে স্থাপিত তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা সমৃদ্ধ একটি আধুনিক কেন্দ্র। এসব ডিজিটাল সেন্টার থেকে এ পর্যন্ত প্রায় ২৭ কোটি ৮০ লক্ষ সেবা প্রদান করা হয়েছে যার মধ্যে ৩০ হাজার ২০৭ টি ব্যাংক একাউন্ট খোলা, ৭৮ কোটি ৪৪ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যাংকিং চ্যানেলে লেনদেন, ৬ কোটি ৪০ লক্ষ ১০ হাজার টাকা রেমিট্যান্স উত্তোলন সেবা প্রদানG

২ কোটি ৬৮ লক্ষ ২৮ হাজার টাকা পাসপোর্ট ফি প্রদান, অনলাইনে 12,000 টি পাসপোর্টের আবেদন সেবা প্রদান, বিদেশ গমনেচ্ছু ২০ লক্ষাধিক নারী-পুরুষ শ্রমিক ও পেশাজীবীদের অনলাইন নিবন্ধন এবং সেন্টারে বসে আবেদন করে বাড়িতে বসে ৪ লক্ষ ৫০ হাজার জমির পরচা লাভ ডিজিটাল সেন্টার থেকে সেবা পাওয়ার অনন্য নজির।

এখন গ্রাম থেকে জনগণ সরকারি ফরম পূরণ, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ই-মেইল-ইন্টারনেট ব্যবহার, কম্পিউটার প্রশিক্ষণসহ ১১২ ধরনের সরকারি-বেসরকারি এবং বাণিজ্যিক সেবা পাচ্ছে এসকল ডিজিটাল সেন্টার থেকে।

 

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ