Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শহীদ সোহরাওয়ার্দী সন্মাননায় ভূষিত হলেন প্রফেসর হবিবুর রহমান

প্রকাশিত: ১৫ অক্টোবার ২০১৬, ২২:৫৩

লাইভ প্রতিবেদক: ​শহীদ সোহরাওয়ার্দী সন্মাননায় ভূষিত হয়েছেন রাজশাহী কলেজের প্রিন্সিপাল প্রফেসর মহাঃ হবিবুর রহমান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তন ঢাকায় “সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনার আয়োজন করা হয়।

সেখানে যৌথভাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী গবেষনা পরিষদ ও শেরে বাংলা এ.কে. ফজলুল হক গবেষনা পরিষদ রাজশাহী কলেজের ৫৬ তম ও বর্তমান প্রিন্সিপাল প্রফেসর মহাঃ হবিবুর রহমান কে এই সম্মাননা স্মারক তুলে দেন।

সাবেক তথ্য সচিব ও বিআরটিসির চেয়ারম্যান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী গবেষনা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিস্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী।

এ বিষয়ে প্রিন্সিপাল প্রফেসর মহাঃ হবিবুর রহমান বলেন, “আমি মনে প্রানে একজন শিক্ষক। যতদিন বেঁচে থাকবো বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আমার সাধ্যমতো অবদান রেখে যাবো। আমার প্রাপ্ত এই সম্মাননা স্মারক আমার সহকর্মী রাজশাহী কলেজের সকল শিক্ষক তথা দেশের সকল শিক্ষকের অনুপ্রেরনা যোগাবে ও উৎসাহিত করবে এমনটাই আশা করি।”​

ঢাকা, ১৫ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ