Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান বিচারপতি এস কে সিনহা

প্রকাশিত: ১৫ অক্টোবার ২০১৬, ০২:০০

লাইভ প্রতিবেদক: শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার অনুপস্থিতির সময়ে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা।

যুক্তরাষ্ট্রের পর ভারত সফর শেষে আগামী ২৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান বিচারপতির।

শুক্রবার আইন সচিব স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির অনুপস্থিতকালে অর্থাৎ ১৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অথবা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আমেরিকাস্থ বাংলাদেশ ল’ সোসাইটি এবং ভারত যাচ্ছেন ওই দেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মো.জাকির হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ল’ সোসাইটি ইন দ্য ইউএসএ ইঙ্ক’র আমন্ত্রণে প্রধান বিচারপতি আগামী ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করবেন।

এছাড়া ভারতের প্রধান বিচারপতির আমন্ত্রণে ন্যাশনাল ইনিশিয়েটিভ টুওয়ার্ডস স্ট্রেনদেনিং আরবিট্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ইন ইন্ডিয়া শীর্ষক গ্লোবাল কনফারেন্সে অংশ নেওয়ার উদ্দেশ্যে প্রধান বিচারপতি ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লিতে অবস্থান করবেন। নয়াদিল্লিতে ভ্রমণকালে প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা তার সফরসঙ্গী হবেন।

ঢাকা, ১৪ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ