Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিক্ষার্থী নয়, শিক্ষকদের ওপরও নজরদারি বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৪ অক্টোবার ২০১৬, ০২:৫৭


লাইভ প্রতিবেদক: সারা দেশের শিক্ষা ব্যাবস্থার পরিবর্তন আনতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান রক্ষায় খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল দুর্নীতি ক্ষতিয়ে দেখবে সরকার সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাঙ্গনে জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের ওপরও নজরদারি বাড়ানো হবে। দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই একটি মহল জঙ্গিবাদ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত।

জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে ‘শিক্ষার উন্নত পরিবেশ: জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এ সমাবেশে বৃহত্তর সিলেটের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এমসি কলেজে খাদিজার উপর হামলার ঘটনায় প্রমাণ হয় শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষামন্ত্রী দুইদিনের কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর সমাবেশ।

মন্ত্রী যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘দেশ বর্তমানে শিক্ষা-স্বাস্থ্য ও প্রযুক্তিতে সমানতালে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মতো জঙ্গিবাদ আমাদের আক্রান্ত করেছে। জঙ্গিবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

 

ঢাকা, ১৩ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ