Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনার ছোবলে ৪৪ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৩ জুন ২০২০, ২০:৫৬

লাইভ প্রতিবেদক: করোনার ছোবল যেন থেমে থেমে বাড়ছেই। বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা পাল্লা দিয়েই বাড়ছে। এর ব্যতিক্রম বাংলাদেশেও ঘটেনি। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৫৬ জন করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৮৯ জন। ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৩৯ জনে। এই মৃত্যুর মিছিল কবে শেষ হবে কেউ জানে না।

গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন। ১৩ জুন, শনিবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে গত ২৪ ঘন্টায় মোট ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকালের চেয়ে বেশি নমুনা পরীক্ষা হলেও এদিন শনাক্ত হয়েছে কম রোগী। শুক্রবার ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন ৩ হাজার ৪৭১ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।

ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এখনও বেশ কয়েকটি এলাকায় চলছে কড়াকড়ি লকডাউন।

ঢাকা, ১৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ